বাংলাদেশের খবর

আপডেট : ২৩ জুন ২০২২

বেনাপোলে স্বর্ণ বার উদ্ধার


যশোরে বেনাপোলে ১০ পিস স্বর্ণ বার উদ্ধার করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় চালানটি বেনাপোল স্থল বন্দরের নির্মিত বাস টার্মিনালের মধ্যে থেকে উদ্ধার হয়।

ঢাকা- কোলকাতাগামী গ্রীন লাইন (ঢাকা মেট্রো-ব-১৪-১১৬৮) পরিবহনের সীটের নীচ থেকে পরিত্যাক্ত অবস্থায় এ স্বর্ণের চালানটি উদ্ধার হয়। তবে কোন পাচারকারী আটক করা যায়নি। এগুলো ভারতে পাচারের উদ্দশ্যে আনা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে ঢাকা থেকে বেনাপোল আসা গ্রীন লাইনের ওই পরিবহনটি তল্লাশি করে ১০ পিস ছোট বড় স্বর্ণর বার উদ্ধার করা হয়। যার পরিমান ৭৬৬ গ্রাম ও বাজার মূল্য ৬৫ লাখ ৮৭হাজার ৬০০ টাকা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১