বাংলাদেশের খবর

আপডেট : ০৬ জুলাই ২০২২

পদ্মায় ১৭ কেজির সিলভার কার্প, ১৪ হাজার টাকায় বিক্রি


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১৭ কেজি ওজনের একটি সিলভার কার্প মাছ। মাছটি স্থানীয় আড়তে নিয়ে গেলে এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

বুধবার সকালে দৌলতদিয়া ৭নং ফেরি ঘাট এলাকার অদূরে পদ্মা নদীতে জেলে আনিস হলদারের জালে বিশাল আকৃতির এ মাছটি ধরা পড়ে।

জানা গেছে, দৌলতদিয়া ৭নং ফেরি ঘাটে সকালে পদ্মা নদীর অদূরে আনিস হালদারের জালে মাছটি ধরা পড়লে ৬নং ফেরি ঘাটে দুলাল মন্ডলের মৎস্য আড়তে নিয়ে যাওয়া হয়। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় চাঁদনী আরিফা মৎস্য আড়তের মালিক চাঁন্দু মোল্লা মাছটি ৭০০ টাকা কেজি দরে মোট ১২ হাজার ২৫০ টাকা দিয়ে মাছটি কিনে নেয়। পরে মাছটি ৮০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

এ প্রসঙ্গে উপজেলা সহকারি মৎস্য কর্মকতা মো. রেজাউল শরীফ বলেন, সিলভার কাপ মাছ সাধারন পুকুরে বেশি চাষ হয়ে থাকে। এবার বর্ষাতে বিভিন্ন এলাকার পুকুর ভেসে যাওয়াতে এই মাছ গুলো নদীতে চলে আসছে সে কারনে জেলেদের জালে ধরা পড়ছে। এত বড় সিলভার কাপ মাছ আগে কখনো পদ্মায় ধরা পড়েনি। এত বড় মাছ খেতে খুবই সুস্বাদু।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১