বাংলাদেশের খবর

আপডেট : ২৯ জুলাই ২০২২

খৈয়াছড়া ঝর্ণা দেখতে গিয়েছিলেন তারা


চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১১ জনের পরিচয় এখনও মেলেনি। স্থানীয়রা জানিয়েছেন, তারা খৈয়াছড়া ঝর্ণা দেখতে গিয়েছিলেন। তবে তারা ঝর্ণা দেখতে যাচ্ছিলেন না কি ঝর্ণা দেখে ফিরছিলেন সে সম্পর্কেও এখনও জানা যায়নি। 

ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। শুক্রবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খৈয়াছড়া এলাকায় রেলওয়ের ওপর দিয়ে একটি সড়ক পথ গেছে। সেখানে রেলওয়ের নিযুক্ত গেটম্যানও আছে। দুর্ঘটনার পরপর গেটকিপারে সঙ্গে কথা বলেছি। গেটকিপার আমাকে জানিয়েছেন, ট্রেন আসার আগেই গেট ফেলা ছিল। কিন্তু মাইক্রোবাসের চালক গেট বারটি জোর করে তুলে রেললাইনে প্রবেশ করেন। এরপর মহানগর প্রভাতী ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১