বাংলাদেশের খবর

আপডেট : ০৫ আগস্ট ২০২২

গৌরনদীতে শেখ কামালের জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত


বরিশালের গৌরনদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা, গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে শহীদ সুকান্ত বাবু হলরুমে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ফুলের শুভেচ্ছা প্রদান করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রহমান, গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মো. মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হালিমসহ অন্যান্যরা। শেষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১