বাংলাদেশের খবর

আপডেট : ১০ আগস্ট ২০২২

মির্জাপুরে ১১৫ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ১


টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার আজগানা ইউনিয়নের মহিষবাতান গ্রামের মৃত ওমর ব্যাপারীর ছেলে মো. আব্দুল করিম (৫৫)। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে এলাকাবাসী সুত্রে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া মির্জাপুর থানার এস.আই মো. একরামুল হক বাংলাদেশের খবরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর দেড়টার দিকে ওই ইউনিয়নের মহিষবাতান গ্রামের আব্দুল করিমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি ড্রাম থেকে ১০০ লিটার ও মাটির ভিতরে পুঁতে রাখা একটি মাটির কলস থেকে আরো ১৫ লিটার চোলাই মদ উদ্ধার এবং করিমকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মদ তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি মির্জাপুর থানার আয়োজনে মির্জাপুরের সর্বস্তরের জনগণকে নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে আজগানা ইউপি চেয়ারম্যান আবদুল কাদের সিকদার তার ইউনিয়নের মাদকের ভয়াবহতা সম্পর্কে পুলিশকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানায়। সেই তথ্যের ভিত্তিতে আরো সোচ্চার হয় পুলিশ।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আবু সালেহ মাসুদ করিম বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১