বাংলাদেশের খবর

আপডেট : ১৪ আগস্ট ২০২২

আখাউড়া স্থলবন্দরে সোমবার আমদানি-রপ্তানি বন্ধ


বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সোমবার সকাল থেকে যাবতীয় আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় স্বাভাবিক থাকবে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

আখাউড়া স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম স্থল বন্দর বন্ধ থাকার বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

আখাউড়া স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, সোমবার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমদানি রপ্তানি না করার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। মঙ্গলবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে দু’দেশের মধ্যে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে তিনি জানায়।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আবু বকর জানায়, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপলক্ষে এ বন্দর দিয়ে এক দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলে ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১