বাংলাদেশের খবর

আপডেট : ১৫ আগস্ট ২০২২

কালীগঞ্জে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী পালন


গাজীপুরের কালীগঞ্জে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার  উপজেলা প্রশাসন ও দলীয় আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। এর মধ্যে সূর্যোদয়ের সাথে স্থানীয় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। 

পরে সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

ইউএনও মো. আসসাদিকজামানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান মাকসুদুল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ.এম আবুবকর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনা আক্তার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনির হোসেন, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম প্রমুখ।


এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে  ৯ জন বেকার তরুণ-তরুণীকে ৭ লক্ষ ৮০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। 

অন্যদিকে, কালীগঞ্জ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন ছাড়াও ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও শহীদের রুহের মাগফেরাত কামনা করে উপজেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১