বাংলাদেশের খবর

আপডেট : ২০ আগস্ট ২০২২

বাবা-ছেলে তৈরি করতো চোলাই মদ, অতঃপর আটক


টাঙ্গাইলের মির্জাপুরে চোলাই মদসহ বাবা ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ২৩৫ লিটার চোলাই মদ ও তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- চিতেশ্বরী গ্রামের মৃত ছামান খানের ছেলে বাবুল খান (৫২) ও তার ছেলে আবুল কালাম খান (৩৪)।

পুলিশ জানায়, আটক দুই জন সম্পর্কে বাবা-ছেলে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদে মির্জাপুর থানার উপ-পরিদর্শক একরামুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রসঙ্গত, চলতি মাসের ১০ আগস্ট একই ইউনিয়নের মহিষবাতান এলাকায় অভিযান চালিয়ে ২৪৫ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আবু সালেহ্ মাসুদ করিম জানান, দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর মামলা হয়েছে। এরপর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১