বাংলাদেশের খবর

আপডেট : ২২ আগস্ট ২০২২

বুধবার থেকে ব্যাংকের সময় ৯টা থেকে ৪টা


সরকারি অফিস সময় কমানোর পাশাপাশি ব্যাংকের সময়ও নতুন করে নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকগুলোও সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা হবে। আগামী বুধবার থেকে নতুন এ সময়সীমা কার্যকর করা হবে।

আজ সোমবার ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়।  

গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষ থেকে মন্ত্রী ও সংশ্লিষ্টরা এই বৈঠকে অংশ নেন।  

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ব্যাংকগুলোও সকাল ৯টা থেকে বিকেল ৪টা খোলা। এখন ১০টা থেকে ৬টা পর্যন্ত। ব্যাংকও বুধবার থেকে কার্যকর।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গর্ভনরও মিটিংয়ে ছিলেন। উনিও ঘোষণা (সার্কুলার) দিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১