বাংলাদেশের খবর

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২

আজ ফের মুখোমুখি ভারত-পাকিস্তান


সবার শেষে সুপার ফোরে জায়গা করে নিলো পাকিস্তান। তাও হংকংকে নাজেহাল করে তবেই। ভারত, আফগানিস্তান ও শ্রীলঙ্কা আগেই সুপার ফোরে জায়গা করে নিয়েছিল। হংকংকে হারিয়ে শেষ জায়গাটি নিশ্চিত করে ফেলল বাবর আজমের দল। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে গতকাল শনিবার থেকেই শুরু হয়েছে সুপার ফোরের খেলা। শারজায় অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি। আজ রোববার আবার মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান।

গত রোববার পাকিস্তান ও বুধবার হংকংকে হারিয়ে সুপার ফোরে স্থান করে নেয় ভারত। সেখানে পাঁচ দিনে তিনটি ম্যাচ খেলতে হচ্ছে রোহিতদের। আজ পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের প্রথম ম্যাচে খেলবে ভারত। এরপর মঙ্গলবার মোহাম্মদ নবীর আফগানিস্তানের বিরুদ্ধে নামবে তারা। ৮ সেপ্টেম্বর খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে।

আজ ভারত-পাকিস্তান ম্যাচের পর সোমবার কোনো ম্যাচ নেই। মঙ্গলবার ভারত নামবে আফগানিস্তানের বিরুদ্ধে। বুধবার শারজায় শ্রীলঙ্কা মুখোমুখি হবে পাকিস্তানের। পরদিন বৃহস্পতিবার আবার নামবে শ্রীলঙ্কা। এবার দুবাইয়ে তারা খেলবে ভারতের বিপক্ষে। শুক্রবার সুপার ফোরের শেষ খেলায় মুখোমুখি হবে পাকিস্তান এবং আফগানিস্তান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১