বাংলাদেশের খবর

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২

কেরানীগঞ্জে দগ্ধ ছয় জনের মধ্যে ৪ জনের মৃত্যু


ঢাকার কেরানীগঞ্জের মান্দাইলে একটি বাসায় গ্যাসের চুলার লাইন লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ইদুনী ওরফে পান্না বেগম (৫০) নামে আরও এক নারী মারা গেছেন। সোমবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল।

এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়াল।

তিনি জানান, ওই নারীর শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে সোনিয়া ২৩ শতাংশ ও ইয়াছিন ২৮ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

গত মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর সাড় ৫টার দিকে কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল মন্দিরের সামনের একটি বাসায় ছয় জন অগ্নিদগ্ধ হন। ঘটনার দিন দুপুরে ৬০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান মরিয়ম (৪)। পরে শুক্রবার (২ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে শাহাদত (২০) ও সন্ধ্যা সাড়ে ৬ টায় মারা যান বেগম (৬০)।

নিহত সাহাদতের বন্ধু নাজমুল হাসান সাকিব জানান, দগ্ধরা দ্বিতীয় তলা বাসার নিচ তলায় থাকতেন। ভোরে আগুন আগুন বলে চিৎকার শুনে এলাকার লোকজন ওই বাসায় ছুটে যায়। সেখানে ওই ছয়জনকে দগ্ধ অবস্থায় পান। পরে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১