বাংলাদেশের খবর

আপডেট : ১৬ নভেম্বর ২০২২

নাটোরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু


নাটোর প্রতিনিধি
"প্রযুক্তি নির্ভর জীবন যাত্রায় জনসম্পৃক্ততা বৃদ্ধি" এ লক্ষ্যে নিয়ে নাটোরে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বুধবার(১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে  শেরে-বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।


উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাস্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে 
তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহন করেছে। প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন 
এবং প্রযুক্তির সাথে মানুষের মেলবন্ধন তৈরীতে কাজ করছে সরকার।


অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুর আহমেদ মাসুম এর
সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজান।


শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় জেলার সাতটি উপজেলা 
থেকে বিজয়ী ২১টি দলের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করছে। মেলায় ৫১টি স্টলে প্রদর্শিত হচ্ছে।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১