বাংলাদেশের খবর

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২

কেরানীগঞ্জে শহীদ বুদ্ধিজীবিদের স্বরনে মোমবাতি প্রজ্বলন, শপথ পাঠ ও আলোর মিছিল 


মো:এরশাদ হোসেন , কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবিদের স্বরনে আলোর মিছিল করা হয়েছে। ১৩ ডিসেম্বর দিবসটি পালনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে কেরানীগঞ্জ গ্র্যাজুয়েট সোসাইটি নামে একটি সামাজিক সংগঠন এ আয়োজন করে। 
এসময় কেরানীগঞ্জের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংবাদিক পেশাজীবি সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলোর মিছিল মোমবাতি প্রজ্বলন ও দেশের গান পরিবেশন শহীদ বেদীতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন । এর আগে দেশ মাতৃকা রক্ষায় শপথ বাক্য পাঠ করান সংগঠনটির সভাপতি। 
কেরানীগঞ্জ গ্র্যাজুয়েট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ম.ই মামুন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, কেরানীগঞ্জ গ্র্যাজুয়েট সোসাইটির সিনিয়র সহ-সভাপতি এ্যাড.জাকির আহমেদ, ডাঃ মোঃ হাবীবুর রহমান, অহিদুল ইসলাম রাসেল প্রমুখ।  প্রতিবছর দিবস টি পালন করতে সংগঠনটি ১৩ ডিসেম্বর এ আয়োজন করে থাকে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১