বাংলাদেশের খবর

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২

বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন


বরগুনা প্রতিনিধি :
তরুণ প্রজন্মের কাছে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বরগুনা প্রেসক্লাবের আয়োজনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় বরগুনা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শেষ দিকে পাক হানাদাররা যখন বুঝতে পেরেছিল কোন কিছুতেই বাঙ্গালিদের আর দাবিয়ে রাখা যাবে না তখনই তারা দেশকে পঙ্গু করে দেয়ায় চক্রান্তে মাতেন। দেশ স্বাধীনের দুদিন আগে ১৪ ডিসেম্বর শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক সহ দেশের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয়। আজকে সেই ইতিহাসও বিকৃত হয়ে যায়। তরুণদের হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে নৃশংস সেই হত্যাকাণ্ড। জানতে হবে সঠিক ইতিহাস।  বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব দাসের সভাপতিত্বে ও সম্পাদক অ্যাড. সোহেল হাফিজের সঞ্চালনায় আলোচনা সভার মুখবন্ধ পাঠ করেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল। 
বক্তব্য রাখেন, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মতিউর রহমান, বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহ আলম হাওলাদার, বরগুনা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ভূবন চন্দ্র হালদার, বঙ্গবন্ধু পরিষদ বরগুনার সভাপতি রফিকুল ইসলাম টুকু, বরগুনা মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি চিত্ত রঞ্জন শীল, বরগুনার পৌরসভার মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ, বরগুনা জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মহিলা পরিষদ বরগুনার সভানেত্রী নাজমা বেগম, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, জাকির হোসেন মিরাজ। উপস্হিত ছিলেন,বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জাফর হোসেন, বরগুনা জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি হাফিজুর রহমান।। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১