বাংলাদেশের খবর

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩

চট্রগ্রামের সিটি কপোর্রেশনের দুর্বত্তদের হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নরসিংদীতে মানব বন্ধন


কামরুল ইসলাম কামাল, নরসিংদী প্রতিনিধি:
গত ২৯ জানুয়ারী ২০২৩ ইং তারিখে প্রকপ্লের কাজ না দেওয়ার কারনে ঠিকাদার সাহাব উদ্দিন গং কর্তৃক এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানীর ওপর সন্ত্রাসী সাহাবুদ্দিনসহ দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে এবং সকল হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করা হয়। দুপুরে নরসিংদী এলজিইডি কার্যালয়ের সামনে এ মানববন্ধনে নরসিংদী জেলার নির্বাহী প্রকৌশলীর দপ্তরের নির্বাহ প্রকৌশলী জনাব খন্দকার আসাদুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী প্রকৌশলী জনাব পিন্টু চন্দ্র বন্দসহ সকল স্তরের কর্মকর্তা,কর্মচারীগণ অংশ গ্রহণ করেন। মানববন্ধনে দাবী করা হয় ১। সম্পূর্ণ বেআইনীভাবে নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ গোলাম ইয়াজদানীকে শারীরিকভাবে লাঞ্ছনা করায় দোষী সকলকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং জড়িত ঠিকাদারদের লাইসেন্স বাতিল সহ আজীবন কালো তালিকাভুক্ত করতে হবে।২। সারাদেশে ঘটে যাওয়া বিগত দিনে এলজিইডি’র প্রকৌশলীদের উপর হামলার ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।৩। এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে এবং সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এলজিইডির মাঠ পর্যায়ের প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চয়তায় সার্বক্ষণিক গানম্যান প্রদান করতে হবে।৪। নির্বাহী প্রকৌশলীদের ম্যাজিষ্ট্রেসী ক্ষমতা প্রদান করতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১