বাংলাদেশের খবর

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩

ভূঞাপুরে খেসারির বাম্পার ফলনের সম্ভাবনা

১২,শ হেক্টর জমিতে চাষ


আব্দুল লতিফ তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
শস্য ভান্ডার খ্যাত উর্বর যমুনার চরাঞ্চলে দিগন্ত জুড়ে সবুজ খেসারি কালাই নিলাভ ফুলে প্রকৃতি এক অপরূপ সাজে সেজেছে। দিন দিন খেসারি ডালের চাহিদা বাড়ায় এ ডাল চাষে কৃষক তাদের স্বপ্ন দেখা শুরু করেছেন। এ ডাল দিয়ে পেঁয়েজোসহ নানা ধরনের রেসিপি তৈরী হচ্ছে। বিশেষ করে রমজান মাসে এর চাহিদা ব্যাপক হারে বেড়ে যায়। এবছর রমজানের আগেই কৃষক তাদের খেসারি ঘরে তুলতে পারবে বলে আশা করছে কৃষি বিভাগ।
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার চরাঞ্চলে এবছর খেসারি ডালের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছেন, এবছর প্রায় ১২০০ হেক্টর জমিতে খেসারি কালাই চাষ হয়েছে। উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন নদীকবলিত এলাকা, একপাশ ভাঙে অন্যপাশ গড়ে। বিশেষ করে গাবসারা, অর্জুনা, নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়নে জেগে ওঠা বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে খেসারি কালাই চাষ হচ্ছে। গেল বছর প্রতিমন খেসারি বিক্রি হয়েছে ২ হাজার থেকে ২৫'শ টাকা। এবছর আরো দাম বাড়বে বলে জানিয়েছেন চাষিরা। খেসারি চাষে তেমন কোন খরচ নেই। এছাড়া শাক হিসেবে এর চাহিদা থাকায় অতিরিক্ত লাভবান হচ্ছে কৃষক। গো খাদ্য হিসেবেও এর জুড়ি নেই।
খানুর বাড়ি গ্রামের কৃষক মো. হাসেম আলী জানান, নতুন চর জেগে ওঠায় এবছর ১২ বিঘা জমিতে খেসারি ডাল আবাদ করেছি। আশা করছি ভাল ফলন পাবো।
ভূঞাপুর উপজেলা কৃষি অফিসার ড. মো. হুমায়ুন কবির জানান, এবছর আবহাওয়া অনুকুলে থাকায় যমুনার চরাঞ্চলে প্রায় ১২'শ হেক্টর জমিতে খাসারি আবাদ হয়েছে। ফলনও খুব ভালো হবে। আমাদের কৃষি বিভাগ থেকে কৃষকদের সকল সহযোগিতা করে যাচ্ছি। এছাড়া কোন ধরনের পোকামাকড়ের আক্রমণ নেই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১