বাংলাদেশের খবর

আপডেট : ১৬ মার্চ ২০২৩

বাগেরহাটে সূর্যসুখি চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত


এস এম সামছুর রহমান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে প্যাটার্নভিত্তিক সূর্যমুখি চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত কৃষিবিদ পরিচালক মোহন কুমার ঘোষ।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ—পরিচালক কৃষিবিদ মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক মো: জসিম উদ্দীন, অতিরিক্ত উপ—পরিচালক হুমায়ুন কবির, ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত প্রমুখ।
বক্তারা বলেন, তেল জাতীয় ফসলের চাষাবাদ এখন সময়ের দাবী। সূর্যমুখির তেল স্বাস্থ্য সম্মত। চিকিৎসকরা এই তেল ব্যবহারের নির্দেশনা দিয়ে থাকেন। তাই তেল জাতীয় ফসলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এই ফসলের চাষাবাদে একদিকে যেমন কৃষকরা লাভবান হবে অন্যদিকে মানুষের রোগবালাই কম হওয়ায় সুস্বাস্থ্য নিশ্চিত হবে। কৃষক মাঠ দিবসের অনুষ্ঠানে নওয়াপাড়া এলাকার কৃষক—কৃষানীরা উপস্থিত ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১