বাংলাদেশের খবর

আপডেট : ২৩ মার্চ ২০২৩

কেরানীগঞ্জে চতুর্থ পর্যায়ে ১০০ গৃহহীন পেল প্রধানমন্ত্রীর উপহার ঘর


মোঃ এরশাদ হোসেন, কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সারা দেশব্যাপী ভূমিহীন,গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের ৭ জেলায় ১৫৯ টি উপজেলায় ৪০ হাজার ঘরের চাবি ভার্চুয়ালে শুভ উদ্বোধন করেন। তার ধারাবাহিকতায় কেরানীগঞ্জ উপজেলাতেও চতুর্থ পর্যায়ে ১০০ ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে জমি,গৃহের চাবি ও দলিল বুঝিয়ে দেয়া হয়েছে।
আজ ২২ মার্চ (বুধবার)সকাল সাড়ে ৮ টায় কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তন হলরুমে এ ঘর হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার প্রবীন আওয়ামীলীগ নেতা ও উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ শাহজাহান,কেরানীগঞ্জ দক্ষিন রাজস্ব সার্কেল (ভূমি)সহকারী কর্মকর্তা আমেনা মারজান, কেরানীগঞ্জ মডেল রাজস্ব সার্কেল (ভূমি) সহকারী কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, বাস্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ আশকর আলী, হযরতপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক হাজি মোঃ মোস্তফা কামাল ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কাজি মাহমুদুল্লাহ,প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন কমিশনার আব্দুল আজিজ,উপজেলা তথ্য আপা নাজনিন নাহার, উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা মোঃ সহিদুল হক কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাওয়া গৃহহীন ফুল বানু বেগম বলেন,আমি আগে ঘর বাড়িহীন ছিলাম আজ থেকে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা উপহার হিসেবে ২ শতাংশ জমিসহ একটি পাকা ঘর রেজিস্ট্রি ও নামজারিসহ উপজেলা ইউএনও স্যারের কাছ থেকে আজ বুঝে পেয়েছি। আজ থেকে আমি বলতে পারব, আমিও গৃহহীন নই। বঙ্গবন্ধুর সোনার বাংলায়,বঙ্গবন্ধুর কন্যা, আমাদের প্রধানমন্ত্রী, শেখ হাসিনা আপা আমাকে পরিবার নিয়ে থাকার ঠাঁই করে দিয়েছেন।এই ঘর পেয়ে মহান আল্লাহর কাছে লাখো কোটি শোকরিয়া করছি এবং আল্লাহর কাছে দু’হাত তুলে দোয়া করছি শেখ হাসিনা আপা যেন মৃত্যুর আগ পর্যন্ত এদেশের প্রধানমন্ত্রী হিসেবে থাকে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১