বাংলাদেশের খবর

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩

পাইকগাছায় বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত


মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীরা শাড়ী সহ অন্যান্য বৈশাখী পোশাক পরে পালকি ও বিভিন্ন ধরণের গ্রামীণ ঐতিহ্যের ধারক জিনিসপত্র এবং এলাকার কৃষকরা লাঙ্গল—জোয়াল, কাস্তে সহ অন্যান্য কৃষি উপকরণ নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, রবীন্দ্রনাথ দে, অঞ্জলী রানী শীল, মিলিজিয়াসমিন, সেলিনা পারভীন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১