বাংলাদেশের খবর

আপডেট : ২৫ মে ২০২৩

বুড়িপোতা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ বাজেট পেশ


মনিরুল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর সদর বুড়িপোতা ইউনিয়ন পরিষদে ২০২৩-২০২৪ অর্থ বছরে খসড়া বাজেট পেশ করেছে। বুধবার সকালে পরিষদের চেয়ারম্যান শাহজামান আগামী অর্থবছরের জন্য এক কোটি ২৭ লক্ষ ৩৬ হাজার ৮২১ টাকা বাজেট ঘোষণা করেন।প্রাপ্ত বাজেটে আয়ের খাত দেখানো হয়েছে ইউনিয়ন কর লাইসেন্স,পারমিট ফি, জন্ম নিবন্ধন ফি, নাগরিক ও ওয়ারিশ সনদ ফি,সম্পত্তির ভাড়া, গ্রাম আদালত ফিস ও বিবিধ খাত হতে। ব্যয়ের খাত দেখানো হয়েছে সম্মানী ভাতা, বেতন, প্রাতিষ্ঠানিক ব্যয়, যানবাহন মেরামত ও জ্বালানি খরচ, আদায়ের ব্যয়, ত্রাণ, বিদ্যুৎ বিল, দরিদ্রদের সাহায্য, ভূমি উন্নয়ন কর, মামলা খরচ রক্ষণাবেক্ষণ ও সেবা প্রদান জনিত ব্যয়, আনুষাঙ্গিক ব্যয়, ব্যাংক চার্জ, কর আদায় খরচ বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যয় বাল্যবিবাহ মাদক প্রতিরোধ, দিবস উদযাপন খেলাধুলা ইত্যাদির ব্যয় দেখানো হয়েছে। বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু জাহাঙ্গীর হোসেন, শিক্ষক শাশ্বত নিপ্পন, শামসুল আরেফিন, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ। বাজেট অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ইউপি সদস্য বর্গ উপস্থিত ছিলেন বাজেট অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব মোহাম্মদ সানোয়ার হোসেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১