বাংলাদেশের খবর

আপডেট : ২৫ মে ২০২৩

হোমনায় নদী ভরাটের চেষ্টায় ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা


মো. আক্তার হোসেন, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় বাঁধ দিয়ে নদী ভরাটের চেষ্টা করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান ভ্রাম্যামাণ আদালতের অভিযানে এ আদেশ দেন। আড়ালিয়া রামকৃষ্ণপুর এলাকার জনৈক আলী আজমের ছেলে মোহাম্মদ মাসুদ ভূঁইয়াকে এই জরিমানা এবং মাটি ফেলে সৃষ্ট বাঁধ আগামী পাঁচ দিনের মধ্যে অপসারণের জন্য সময় বেধে দেওয়া হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর আড়ালিয়া এলাকায় ভ্রাম্যামাণ আদালতের এ অভিযান চলে।
সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান বলেন, ‘নদী দখল করার চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ। রামকৃষ্ণপুর আড়ালিয়া সংলগ্ন তিতাস নদীতে বাঁধ দিয়ে ভরাটের তথ্য পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ঘটনাস্থলে উপস্থিত মোহাম্মদ মাসুদ ভূঁইয়া স্বীকার করেন— তিনিসহ আরো কয়েকজন মিলে ভরাটের জন্য নদীর মধ্যে মাটি ফেলে বাঁধ দিয়েছেন। নদী দখলের অপরাধ স্বীকার করায় মাসুদকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৬ (ঙ) ধারা লঙ্ঘন করায় এই জরিমানা করা হয়। তিনি আরও বলেন, নদী খেকো এবং অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি খেকোদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সর্বদা সজাগ আছে এবং এ বিষয়ে নিয়মিত অভিযান অব্যাহত আছে। এছাড়া যখনই কোথাও এই ধরনের ঘটনা ঘটে তা সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে জানাতে সকলের কাছে অনুরোধ জানান।

 

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১