বাংলাদেশের খবর

আপডেট : ২৫ মে ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার


বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের একটি আম বাগান থেকে তিন ব্যাগে পরিত্যক্ত অবস্থায় ৭টি ককটেল উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।
বুধবার(২৪ মে) সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর হাই স্কুল রোডের পাশের একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল গুলো উদ্ধার করা হয়।
বাগান মালিক আঃ সত্তার বলেন বিকেলে আমার বাগানে আম পাড়তে এসে দেখি তিনটি শপিং ব্যাগে ধানের গুড়ো দিয়ে ককটেল রাখা আছে। আমি দ্রুত ৯৯৯ নাম্বারে কল দেই। পরবর্তীতে স্থানীয় ওয়ার্ড সদস্যকেও বিষয়টি জানিয়েছি।
স্থানীয় এক যুবক জানান, বিকেলে আম বাগানের পাশের জমিতে ঘাস কাটতে গিয়ে দেখি ককটেল পড়ে আছে। পরে জনপ্রতিনিধিদের খবর দেই। এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড সদস্য এনামুল হক বলেন স্থানীয়রা আম বাগানে ব্যাগে রাখা পরিত্যক্ত ককটেল দেখতে পেয়ে আমাকে জানালে আমি সদর মডেল থানায় খবর দেই।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,পরিত্যক্ত অবস্থায় ৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১