বাংলাদেশের খবর

আপডেট : ১৪ জুন ২০২৩

খুলনায় সওজে’র গণশুনানী অনুষ্ঠিত


খুলনা প্রতিনিধি:
বুধবার সড়ক ও জনপথ অধিদপ্তর খুলনা জোনের আওতায়ধীন সকল দপ্তরের কার্যক্রম সম্পর্কে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসরাফ আলীর সভাপতিত্বে মুক্ত আলোচনায় অংশ নেন ঠিকাদারবৃন্দ, বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকবৃন্দ।
মুক্ত আলোচনায় সড়ক ও যোগাযোগের ক্ষেত্রে খুলনার উন্নয়নের একটি চিত্র তুলে ধরেন খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসরাফ আলী। একই সাথে চলমান উন্নয়ন কাজ বাস্তবায়ন, রাস্তার পাশে অবৈধ দখলদার উচ্ছেদ, বৃক্ষরোপন কার্যক্রম বৃদ্ধিসহ নানান বিষয়ে আলোচনা করা হয়।
কর্মকর্তাদেও মধ্যে উপস্থিত ছিলেন,তত্ত্ববধায়ক প্রকৌশলী সড়ক ও জনপথ সার্কেল খুলনা জোন এ, কে, শামসুদ্দিন আহম্মেদ, তত্ত্ববধায়ক প্রকৌশলী সড়ক ও জনপথ সার্কেল, তত্ত্ববধায়ক প্রকৌশলী সড়ক ও জনপথ সার্কেল যশোর মোঃ শরীফ সজিব, সড়ক ও জনপথ বিভাগ খুলনা জোনের ষ্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়, সড়ক ও জনপথ বিভাগ খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদসহ ১০ জেলার নির্বাহী প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১