বাংলাদেশের খবর

আপডেট : ১৬ জুলাই ২০২৩

জামালপুরে ক্যান্সার রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ


আবুল কাশেম, জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে সোমবার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। চেক বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানাসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের রোগীর উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ।
জানা যায় পৌরসভায় অবস্থানকারী ২৮ জন আক্রান্ত ব্যক্তির মাঝে (প্রত্যেক ব্যক্তিকে ৫০,০০০ টাকা করে) মোট ১৪,০০,০০০ টাকা বিতরণ করা হয়। জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল স্তরের মানুষের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সমাজের পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ - সামাজিক উন্নয়নের মাধ্যমে মূলধারায় আনার লক্ষ্যে সরকার সমাজসেবা অধিদফতরের আওতায় এসকল কর্মসূচি বাস্তবায়ন করেছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দূরারোগ্য রোগে আক্রান্ত রোগীদেরকে আর্থিক অনুদান দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এসময় সহায়তা গ্রহণকারী উপকারভোগীগণ ও সংশ্লিষ্ট সকলে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে দোয়া কামনা করে তাদের অনুভূতি ব্যক্ত করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১