বাংলাদেশের খবর

আপডেট : ২৪ আগস্ট ২০২৩

যশোরে মাইকে ডাকাত ঘোষণা দিয়ে বাড়িতে গিয়ে মারধর নিহত ১ আহত ৪


শহিদ জয় যশোর:

যশোর সদরের গাইদগাছির পল্লীর বাড়িতে ডাকাত আসার পর মাইকে ঘোষণা দেওয়া হয়। তারপর গ্রামবাসীরা  ওই বাড়িতে গিয়ে সেখানে অবস্থান করা ৬-৭ জনকে বের করে মারধর করে। এতে মাসুদ রানা নামে একজন ঘটনাস্থলে মারা যান। একই ঘটনায় আরো ৪ জন আহত হন।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোররাতে সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামে এ ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, একদল যুবক গভীর রাতে গাইদগাছি গ্রামের একটি বাড়িতে বসে নেশাদ্রব্য গ্রহণ করছিলো। এসময় পূর্ব শত্রুতার জের ধরে আরেক দল যুবক তাদের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। এতে ৫ যুবক গুরুতর আহত হন। একপর্যায়ে ঘটনাস্থলেই মারা যান মাসুদ রানা। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যেয়ে মরদেহ উদ্ধার করে। এসময় আহত ৪ জনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়।পুলিশ দাবি করে নিহত মাসুদ রানার নামে যশোরের বিভিন্ন থানায় ১৭ টি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে গ্রামের মাইকে কে বা কারা ঘোষণা দেয় ”গাইদগাছি গ্রামের জুলফিকার গাজীর শ্বশুর বাড়িতে একদল ডাকাত অবস্থান করছে।” এই ঘোষণা শোনার পর গ্রামের লোকজন ওই বাড়িতে গিয়ে সেখা অবস্থান করা ৬-৭ জনকে বের করে মারধর করে। এতে মাসুদ রানা নামে একজন ঘটনাস্থলে মারা যান। একই ঘটনায় আরো ৪ জন আহত হন। আহতদের যশোর জেনারেল হাসপাতাল ও অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১