বাংলাদেশের খবর

আপডেট : ২৪ আগস্ট ২০২৩

স্কুল ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় যুবক ছুরিকাঘাত


কাহালু(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালুর অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ৪ বখাটে যুবককে গ্রেফতার করেছে। ২৩ আগস্ট বুধবার বিকেল ৪ টার দিকে উপজেলার মালঞ্চা বাজারে এ ছুরিঘাতের এ ঘটনা ঘটে।

বখাটে যুবকদের ছুরিকাঘাতে ৩ যুবক গুরুত্বর আহত হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলো অঘোর মালন্চা গ্রামের ইউনুছ আলির ছেলে লাম (১৫) রেজাউল করিমের ছেলে রাফি (১৪) ও আনিছার রহমান এর ছেলে রুহান (১৮)।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে অঘোর মালন্চা স্কুল ছুটির পর শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে কতিপয় বখাটে যুবক ঐ ছাত্রীকে উত্যক্ত করে। এতে রাফি, রুহান ও লাম প্রতিবাদ করলে ঐ বখাটে যুবকরা তাদের উপর হামলা করে ছুরিকাঘাত করে। এসময় স্থানীয় লোকজন তাদের আটক করে কাহালু থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ যুবককে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো রিপন(৩৯) সাকিম (১৯)  আবু হুরাইরা (১৯) ও আব্দুল হাকিমের ছেলে রকিবুল হাসান হাবিব (২০) সর্ব সাং কাহালু পাল্লাপাড়া। কাহালু থানা অফিসার ইনচার্জ মাহমুদ হাসান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে কাহালু থানায় বিভিন্ন আইনে মামলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১