বাংলাদেশের খবর

আপডেট : ২৪ আগস্ট ২০২৩

নাটোরের লালপুরে গৃহবধূ ধর্ষণ চেষ্টা মামলায় দুইজনকে ২৪ বছর করে সশ্রম কারাদণ্ড


নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে গৃহবধূ ধর্ষন চেষ্টার মামলার রায়ে পৃথক ধারায় আব্দুর রহমান ও হাসমত নামে ২ যুবককে ২৪ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। পৃথক ধারায় ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং দশ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গতকাল দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। একই সাথে অভিযুক্তদের কাছ থেকে ৪০ হাজার টাকা করে জরিমানা আদায় করে ভিকটিমকে প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। তবে আসামিরা পলাতক রয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায় ২০০৭ সালের ১৬ নভেম্বর লালপুর উপজেলার সাদীপুর এলাকার মামলার বাদিনী তার বাড়ির পাশে মাঠে ছাগল চড়াতে যান। এ সময় একই এলাকার রহমান এবং হাসমত তাকে একা পেয়ে মুখ চেপে ধরে আখ ক্ষেতের ভিতরে নিয়ে যায়। সেখানে মুখে কাপড় চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এর মধ্যেই বাদিনী মুখের কাপড় সরিয়ে চিৎকার দিলে লোকজন ছুটে আসে তাকে উদ্ধার করতে। এ সময় দুই আসামি হাসমত এবং রহমান সেখান থেকে পালিয়ে যায়। এরপর বাদিনী এলাকার ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন চেয়ারম্যান। কিন্তু আসামিরা তাতে সায় না দেয়ায় ভিকটিম পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দেন। দীর্ঘ ১৬ বছর পর আদালত তাদের অনুপস্থিতিতে সাক্ষী প্রমাণ গ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১