বাংলাদেশের খবর

আপডেট : ৩০ আগস্ট ২০২৩

হাজীগঞ্জে ৩২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের হাজীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লাবলু (৫৫) নামের এক আসামিকে ৩২ বছর পর গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। বুধবার (৩০ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের চাষার এলাকায় অভিযান চালিয়ে লাবলুকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে হাজীগঞ্জের শ্রীপুর গ্রামে জহির পাটওয়ারী নামের এক ব্যক্তিকে জবাই করে লাশ গুম করা হয়। ওই ঘটনায় লাবলুসহ ৫ জনকে আসামি করে ১৯৯১ সালের ২৩ ফেব্রুয়ারী হাজীগঞ্জ থানায় একটি মামলা (নং- ২) দায়ের করা হয়।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি লাবলুসহ ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। পরে স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত তাকেসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এর মধ্যে ৩ জন আসামি পলাতক ছিলেন।

পলাতক আসামিদের মধ্যে লাবলু নাম-পরিচয় গোপন ও ঠিকানা পরিবর্তন করে বিভিন্ন স্থানে বসবাস করে আসছিলেন। এভাবেই ৩২ বছর তিনি আত্মগোপনে ছিলেন। তাকে ধরতে হাজীগঞ্জ থানা পুলিশ উদ্যোগী হয়ে নজরদারি অব্যাহত রাখে।

এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহযোগিতায় লাবলুর অবস্থান নিশ্চিত করে নারায়নগঞ্জের চাষার এলাকাে থেকে তাকে গ্রেফতার করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মিসবাহুল আলম চৌধুরী ও এএসআই পলাশ মজুমদারসহ সঙ্গীয় ফোর্স।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, আসামি লাবলুকে আদালতে সোপর্দ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১