বাংলাদেশের খবর

আপডেট : ৩০ আগস্ট ২০২৩

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক চার ডাকাত


নন্দীগ্রাম  প্রতিনিধি, (বগুড়া):

বগুড়ার নন্দীগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদর থানার মিরপুর এলাকার ইউসুফ আলীর ছেলে ইব্রাহীম(৩৩), মিরপুর দক্ষিণ পাড়ার মৃত ইসমাইল হোসেন শেখের ছেলে সুমন শেখ(২০) মিরপুর উত্তরপাড়ার মৃত মজনু শেখের ছেলে আসলাম শেখ(২২), মিরপুর দক্ষিণ পাড়ার কাশেম আলীর ছেলে জিয়াউল হক শুভ(২০)।  

জানা যায় গত সোমবার দুপর দেড়টার দিকে উপজেলার ভাগবজর এলাকায় ১০-১২ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। নন্দীগ্রাম থানা পুলিশ বিষয়টি গোপনে জানতে পেরে এসআই মজিবর রহমান, এএসআই মিন্টুর রহমান ও এএসআই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করে। সে সময় অপর একটি সিএনজিতে করে আরো ৪-৫ জন ডাকাত দলের সদস্য পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুইটি চাকু একটি কাঠের বাট যুক্ত লোহার চাকু, দুইটি লোহার রড, তিনটি সাদা নাইলনের রশি, এবং তাদের ব্যাবহিৃত সিএনজি উদ্ধার করা হয়।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামীদেরকে মঙ্গলবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১