বাংলাদেশের খবর

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩

লক্ষ্মীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা'র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত


 মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার এক ব্যতিক্রমী উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ্মীপুর মজু চৌধুরী হাট সড়কের দুই পাশে সৌন্দর্য্য বর্ধন কৃষ্ণচূড়া গাছ রোপন করা হয়।

প্রায় ৫ কি. মি. সড়কের দুই পাশে ২শত ৫০টি গাছ রোপন করা হয়। নন্দন মুক্ত রোবার স্কাউট গ্রুপের ৪০ জন পুরুষ ও নারী স্বেচ্ছাসেবীরা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান জানান, রাস্তার দুই পাশে কৃষ্ণচুড়া গাছ লাগানো হয়েছে। ক্রমান্নয়ে পুরো রাস্তায় এ গাছ লাগানো হবে। তিনি বলেন, আমাদের স্বপ্ন হচ্ছে একদিন এ রাস্তাটি কৃষ্ণচূড়ার গাছে ছেয়ে যাবে। তখন মানুষ এ রাস্তাটি কৃষ্ণচূড়া সড়ক বলবে।

নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহম্মেদ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা যে বৃক্ষ রোপন কার্যক্রম হাতে নিয়েছেন। জেলার সমাজিক সংগঠনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। আজকের এ কার্যক্রমের মধ্যদিয়ে মজুচৌধুরীহাট সড়কটি মানুষ নতুন ভাবে কৃষ্ণচূড়া সড়ক হিসেবে ছিনবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১