বাংলাদেশের খবর

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩

নবাবগঞ্জে বিনামূল্যে নারীদের সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন


দোহার-নবাবগঞ্জ(ঢাকা)সংবাদদাতা:

 সমাজে পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মস্থান সুযোগ করে দেয়ার লক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিনামূল্যে নারীদের সেলাই মেশিন প্রশিক্ষন কর্মসূচী কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ফজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে উপজেলার কাশিমপুর প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় তলায় এর উদ্বোধন করেন সালমান ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

  উদ্বোধনকালে মহাসচিব বলেন, এ ধরনের মানব সেবামূলক ১১টি প্রকল্প রয়েছে। মানুষের কল্যাণে একের পর প্রকল্প নিয়ে সালমান ফজলুর রহমান এমপি মহোদয় কাজ করছেন। ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি ফেলিউর, হার্টব্লক এ ধরনে হাজার হাজার রোগীর পাশে দাঁড়িয়েছে সালমান ফজলুর রহমান এমপি।  গত এক বছরে দোহার নবাবগঞ্জে ৭৩১জন এ ধরনের অসহায় রোগীর পাশে থেকে মানবতার সেবা দিয়েছে ফাউন্ডেশনটি।

 বক্তব্য রাখেন কলাকোপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল,কলাকোপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম।

উপস্থিত ছিলেন কলাকোপা ইউনিয়ন আওয়ামঅীলীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মো. জসিম উদ্দিন, প্রশিক্ষক সঞ্জিত পাল ও নিলুফা আক্তার। একমাস প্রশিক্ষণ শেষে  সালমান ফজলুর রহমান এমপির পক্ষ থেকে প্রত্যেককে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন  উপহার দেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১