বাংলাদেশের খবর

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩

বিএনপি-জামায়াতের হামলা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী


ফিলিস্তিনে ইসরায়েলের হামলা, আর বিএনপি-জামায়াতের হামলার মধ্যে কোনো তফাৎ দেখেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদান উপলক্ষ্যে সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তিনদিনের সরকারি সফরের অভিজ্ঞতা তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, গাজায় হাসপাতালে যেমন ইসরায়েল হামলা করেছে, তেমনি এখানেও ওরা পুলিশ হাসপাতালে হামলা করেছে। মনে হচ্ছে, ইসরায়েল আর তাদের মধ্যে ভালো একটা সমঝোতা রয়েছে। ঠিক একইভাবে ওখানে শিশু-নারী হত্যা, এখানে পুলিশ-মানুষকে হত্যা করছে। আমি কোনো তফাৎ দেখি না।

সরকারপ্রধান বলেন, বিএনপি যে সন্ত্রাসী দল তা আবারও প্রমাণ করলো। মাঝখানে তারা কিছু রাজনৈতিক কর্মসূচি করেছিল, ২৮ তারিখ বিএনপি যেভাবে মানুষ পিটিয়েছে, তারপর জনগণের ধিক্কার ছাড়া দলটির আর কিছু জুটবে না।

তিনি আরও বলেন, বিএনপির হামলার টার্গেট পুলিশ ও সাংবাদিক। সাংবাদিকরা তো বিএনপির পক্ষেই বেশি খবর দেয়, আর প্রচার করে। তারপরও তাদের ওপর বিএনপি কেনো হামলা করলো। সন্ত্রাসীদের যেভাবে শিক্ষা দিতে হয়, তাদের সেই শিক্ষা দেয়া হবে।

গার্মেন্টস শ্রমিকদের মজুরির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের মজুরি বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। যে কারখানা রুটি-রুজির ব্যবস্থা করে, সেই কারখানা ভাঙলে তো শ্রমিকদের বাড়ি ফিরে যেতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১