বাংলাদেশের খবর

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩

কমতে শুরু করেছে আলু-ডিমের দাম


নিজস্ব প্রতিনিধি:

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল হয়ে পড়েছে জনগন। এরই মাঝে কিছুটা স্বস্তির খবর পাওয়া গেলো। অস্থির বাজারে আলু আর ডিমের দাম কিছুটা কমতে শুরু করেছে।
দাম নিয়ন্ত্রণে আনতে সম্প্রতি আমদানি বাড়িয়েছে সরকার। এরইমধ্যে ভারত থেকে আলু আনার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। কিছুটা কমেছে ডিমের দামও।

আলু আমদানির প্রভাবে রাজধানীর খুচরা বাজারে এখন প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। নতুন আলুও মোকামে আসতে শুরু করেছে। প্রতিকেজির দাম ১৪০ টাকা।

কারওয়ানবাজারের আড়তদাররা জানিয়েছেন, এখনও ভারতীয় জাতের আলু বাজারে পৌঁছায়নি। ২-১ দিনের মধ্যে দোকানে আমদানি করা আলু পাওয়া যেতে পারে। মান ভেদে প্রতিকেজি ভারতীয় আলুর দাম পড়বে ৩১ থেকে ৩৩ টাকা। হিমাগার থেকেও সরবরাহ বাড়ছে।

এদিকে, এরইমধ্যে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে ডিমের দামে। ভারত থেকে আমদানির খবরেই বাজারে দাম কমেছে। তবে পাইকারি বাজারে দাম কমলেও তার প্রভাব খুচরা বাজারে এখনও পড়েনি। পাইকারিতে ডিমের ডজন এখনও ১৪০ টাকা। তবে খুচরা দোকানে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। বলা হচ্ছে, চাহিদার তুলনায় যোগান বাড়লে দাম কমবে।

এদিকে, বেনাপোল বন্দর দিয়ে প্রথমবারের মতো দেশে প্রবেশ করেছে আমদানি করা ডিম। এলসি ও রফতানি খরচ, পোর্ট চার্জ, সিএন্ডএফ চার্জ, পরিবহন খরচ ধরে প্রতিটি ডিমের দাম পড়বে সাড়ে ৯ থেকে ১০ টাকা।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১