বাংলাদেশের খবর

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩

বিএসএফআইসি কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি অনুষ্ঠান আয়োজন


বিএসএফআইসি কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির উদ্যোগে নব-নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি ও আন্তঃ ক্রীড়া প্রতিযোগীতা-২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ জাহাঙ্গীর আলম জনি’র  সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

 নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও প্রধান (সিপিই) জনাব মোঃ গিয়াস উদ্দীন বিএসএফআইসি কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষনা করেন।

 উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী জনাব মোঃ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুগ্মসচিব ও পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) জনাব পুলক কান্তি বড়ুয়া, যুগ্মসচিব ও পরিচালক (অর্থ) জনাব খোন্দকার আজিম আহমেদ এনডিসি, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) (গ্রেড-২) প্রকৌশলী মোঃ আতাউর রহমান খান, বিএসএফআইসি’র সচিব  চৌধুরী রুহুল আমিন কায়সার, অফিসার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি প্রকৌশলী মোঃ সালমান ফারসি, সাধারণ সম্পাদক জনাব মোঃ সাদেকুর রহমান, কেন্দ্রীয় কর্মচারী ইউনিউয়ন (সিবিএ) এর সভাপতি জনাব মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জনাব জি এম কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংস্থার মাননীয় চেয়ারম্যান (গ্রেড-১) জনাব শেখ শোয়েবুল আলম এনডিসি।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধানগণসহ সংস্থার সদর দপ্তরে কর্মরত সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ| কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটি কর্তৃক আয়োজিত আন্তঃ ক্রীড়া প্রতিযোগীতা-২০২৩ এ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১