বাংলাদেশের খবর

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩

মেলান্দহ বিশ্ববিদ্যালয়ে রোবটিক্স এন্ড আইওটির কনফারেন্স


 জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোবটিক্স এন্ড আইওটি তিন দিনের ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ এ আয়োজন করে। ভিসি প্রফেসর ড. কামরুল আলম খান এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। কনফারেন্সে দু’টি সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগি অধ্যাপকড. শামীম আহম্মেদ  দেওয়ান, ইউজিসির আইএমসিটি বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া প্রমুখ ব্যক্তিবর্গ প্রবন্ধ  উপস্থাপনা করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, ব্র্যাক নেট লি: জেনারেল ম্যানেজার মোকাররম হোসাইন, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন। প্রোগ্রাম কো-অর্ডিনেটর ছিলেন সিএসই বিভাগের চেয়ারম্যান হুমায়ুন কবির।  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের টিম অংশ গ্রহণ করেন।

অপরদিকে জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোবটিক্স এন্ড আইওটি তিন দিনের ন্যাশনাল কনফারেন্সে বক্তব্য রাখছেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইএমসিটি বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১