বাংলাদেশের খবর

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩

বারি’তে পার্টনার প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত


বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর অধীনে বাস্তবায়নাধীন “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার-বারি অংগ)” প্রকল্পে অন্তর্ভূক্ত গবেষণা কার্যক্রমসহ অন্যান্য কর্মকাণ্ড সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি মূল্যায়ন সভা   বারি’র মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বারি’র বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

বারি’র পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এসময় পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল ইসলাম, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার, বারি’র বিভিন্ন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। পার্টনার প্রকল্প (বারি অংগ) এর সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. জগদীশ চন্দ্র বর্মন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১