বাংলাদেশের খবর

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩

যুক্তরাষ্ট্র সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায়, আমরা করে দেখাবো: পররাষ্ট্রমন্ত্রী


যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে, তারা আমাদের সঙ্গে থাকবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১৩ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৫২ বছর ধরে তারা আমাদের বন্ধু। তারা চায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন। এরসঙ্গে তারা সংঘাতমুক্ত নির্বাচন দেখতে চায়। আমরাও তাই চাই। তবে সংঘাতমুক্ত নির্বাচনের গ্যারান্টি আমরা দিতে পারি না। কারণ আমাদের সংস্কৃতি এমন না। এর জন্য সব দলের একমত হতে হবে। আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচন করে দেখাবো।

 বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বিএনপির সঙ্গে তাদের (যুক্তরাষ্ট্র) একটা দূরত্ব হতে পারে। কারণ তারা সংঘাত ও সন্ত্রাস দেখতে চায় না। 

ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে আব্দুল মোমেন বলেন, আমাদের নির্বাচনের দিকে সারাবিশ্বের মানুষ তাকিয়ে আছে। আমরা চাই ভোটাররা দলে দলে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসবেন। 

 অন্য দেশে ভোট না দিলে জরিমানা হয় জানিয়ে তিনি আরও বলেন, আমরা ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানাই। আর প্রবাসীদেরও ভোট দেয়ার ব্যবস্থা করা হয়েছে। তারা ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এর জন্য আগেই ভোটারদের জানাতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১