বাংলাদেশের খবর

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩

পঞ্চগড়ে টানা এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা


দেশের উত্তরাঞ্চলে বাড়ছে শীতের দাপট। আজ শুক্রবারও (২২ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায়, যা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবারও এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়।

টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের এই জেলায়। দিন দিন তাপমাত্রা কমে বাড়ছে শীত। তাতে মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরের এই জনপদে।

উত্তরের এই হিমেল হাওয়া সারাদেশেই ছড়িয়ে পড়েছে। তাই সবখানে জেঁকে বসেছে শীত। সন্ধ্যার পর থেকেই বাড়ছে কুয়াশার দাপট। সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। কনকনে ঠাণ্ডায় জবুথবু জনজীবন।

শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন কাটছে তাদের। বাড়ছে ঠাণ্ডাজনিত রোগব্যাধিও। আক্রান্তদের বেশিরভাগই শিশু আর বয়স্ক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১