বাংলাদেশের খবর

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪

এখন পর্যন্ত ভোট কাস্ট ৩০ শতাংশের কম


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ (৭ জানুয়ারি)। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ পর্বও শেষ পর্যায়ে। এই অবস্থায় সর্বশেষ ৬ ঘন্টা ৪০ মিনিটের ভোট কাস্টের হিসাব পাওয়া গেছে নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে।

সকাল ৮ টা থেকে দুপুর ২ টা ৪০ মিনিট পর্যন্ত পাওয়া এই হিসাবে দেখা গেছে, সারাদেশের কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত ভোট পড়েছে ৩০ শতাংশেরও কম। যেখানে সবচেয়ে বেশি ভোট পড়েছে খুলনা বিভাগে, ৩১ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়েছে সিলেটে, ২২ শতাংশ।

এছাড়া এই সময়ের ঢাকা বিভাগের আসনগুলোতে ২৫, ময়মনসিংহে ২৯, চট্টগ্রামে ২৭, রাজশাহীতে ২৬, রংপুরে ২৬ ও বরিশালে ৩০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সূত্র। তবে, সার্বিকভাবে কত শতাংশ ভোট পড়েছে, তা জানা যায়নি।

এর আগে বেলা ১২টার পরে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেছিলেন, বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত সারা দেশে সাড়ে ১৮ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে।

তফসিল অনুযায়ী, আজ সকাল ৮টায় সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১