বাংলাদেশের খবর

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪

আবারও নির্বাচনের দাবি মামার বাড়ির আবদার:ওবায়দুল কাদের


দেশি বিদেশি চাপ আছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা অতিক্রম করার ক্ষমতা ও সাহস সরকারের আছে।

রোববার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আবারও নির্বাচনের দাবি মামার বাড়ির আবদার। ওবায়দুল কাদের বলেন, জনগণ সরকারের সাথে আছে। কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না তারা।

পথে পথে বাধা থাকলেও তা অতিক্রম করার কথা জানান ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, বিদেশি চাপ আসবে। অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্রও আছে। এগুলোকে ভয় না পেয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।

মন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা ফেরানো, যানবাহনে শৃঙ্খলা ফেরানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে সড়কে নিরাপত্তা বাড়ানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, দেশকে ভালোবাসতে হবে। এই দেশ সবার। তবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে শুধু তাদের দেশ নয়। এ দেশের সম্পদ সবার। সে ক্ষেত্রে বিরোধী দলের দায়িত্ব আছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১