বাংলাদেশের খবর

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪

মিয়ানমারে স্কুলভবনে বিমান হামলা, নিহত ৪ শিশু


স্থানীয় সময় সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজ্যের ডেমোসো টাউনশিপের একটি স্কুলে যুদ্ধবিমান হামলায় অন্তত চার শিশু নিহত এবং ১০ জনের বেশি আহত হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

ডেমোসোর একজন স্বেচ্ছাসেবক সংবাদমাধ্যম ইরাবতিকে জানিয়েছেন, আজ সকাল ১০টার দিকে ডাউসিই গ্রামের একটি স্কুলভবন লক্ষ্য করে দুটি যুদ্ধবিমান দুটি বোমা ফেলে। ওই স্বেচ্ছাসেবক বলেন, ওই এলাকায় জান্তা বাহিনী ও প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে কোনো সংঘাতের ঘটনা না ঘটলেও এই হামলা চালানো হয়।

তিনি আরও বলেন, ওই স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদানি করা হয়। ঘটনা এত দ্রুত ঘটে যায় যে জান্তা বিমান হামলা এবং গোলাগুলি থেকে রক্ষা করার জন্য স্কুল কম্পাউন্ডে আশ্রয়স্থল থাকার পরও সে পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারেননি তারা। বোমা হামলায় বিদ্যালয়ের ৯০ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে এবং হামলায় আহত অনেক শিশুর অবস্থা গুরুতর।

ডেমোসো শহরের প্রায় ১০ মাইল পশ্চিমে কারেনি রাজ্যের রাজধানী লোইকাও যাওয়ার রাস্তায় পড়ে ডাউসিই। এই এলাকাটি আংশিকভাবে কারেনি ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (কেএনডিএফ) নিয়ন্ত্রণে রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১