বাংলাদেশের খবর

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪

বিপিএলের মাঝ পথে দল পেলেন মুমিনুল


ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেটে এক সময় ভরসার অন্যতম প্রতীক ছিলেন মুমিনুল হক।  তবে গায়ে সেঁটে গেছে টেস্টে স্পেশালিস্টের তকমা।  দেশের হয়ে ২২ গজে দাপট দেখানো এই ক্রিকেটার গত দুই বিপিএলে দল পাননি মুমিনুল।  চলমান বিপিএলে শুরুতে দল না পেলেও, আসরের মাঝ পথে এই বাঁহাতি ব্যাটারকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।

বুধবার (৭ ফেব্রুয়ারি) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে মুমিনুলকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।  লম্বা বিরতির পর এবার রংপুর রাইডার্সের জার্সি গায়ে চাপিয়ে বিপিএলে ফিরছেন মুমিনুল।

রংপুরের প্রস্তাবটা হঠাৎ এলেও নিজেকে বেশ আগে থেকেই প্রস্তুত করছিলেন মুমিনুল।  এবারের বিপিএলের ড্রাফট থেকে তাকে কেউ দলে না নিলেও একাই চালিয়ে যাচ্ছিলেন সাদা বলের ক্রিকেটের অনুশীলন।

নিজের সর্বশেষ বিপিএলেই নাকি বুঝতে পেরেছিলেন, লাল বল আর সাদা বলের খেলাটা একই ধরনের না।  তাই পার্থক্য বুঝে নিজের খেলার ধরনে এনেছেন পরিবর্তন।  কাজ করেছেন শট খেলা নিয়ে। নতুন নতুন শট নিজের ভাণ্ডারে জমা করেছেন।  চলমান বিপিএলে ৭ ম্যাচ খেলে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১