বাংলাদেশের খবর

আপডেট : ১৭ মার্চ ২০২৪

ইবিতে ১০৪টি গাছ লাগিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন


ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১০৪টি চারা রোপন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগের আয়োজনে হল সংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও হলটির প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান।

এসময় বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বী, ইবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল জায়িম সহ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্যাম্পাসের বিভিন্ন স্থানে তারা ৩০ প্রজাতির বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধী চারা রোপন করেন।

এর আগে দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দর‌্যালি বের হয়। র‌্যালি শেষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান উপস্থিত ছিলেন। পরে একে একে শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, বিভিন্ন হল, বিভাগ, প্রেস ক্লাব ও শাখা ছাত্রলীগ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

এদিকে প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা হয়। এসময় চিত্রাঙ্কন, রচনা ও ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ হয়। এছাড়া বাদ জোহর বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১