বাংলাদেশের খবর

আপডেট : ২৮ মার্চ ২০২৪

বাগেরহাটে তিন শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে পবিত্র রমজান মাস উপলক্ষে তিন শতাধিক কর্মহীন, হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উন্নয়ন স্বেচ্ছাসেবা কার্যক্রম (উসেকা‘র) আয়োজনে স্বপ্ননীড়-বেশরগাতি এতিমখানা ও বৃদ্ধ নিবাস প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন, বাগেরহাট জেলা সমাজসেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ফজলে এলাহী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, গোটাপাড়া ইউপি চেয়ারম্যান শমসের আলী, উসেকা‘র সভাপতি কাজী লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক বেগ শামীম হাসান, স্বপ্ননীড়-বেশরগাতি এতিমখানা ও বৃদ্ধ নিবাসের সভাপতি সাজ্জাদ হোসেন, শিক্ষক মিফতা উদ্দিনসহ স্খানীয়রা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, উন্নয়ন স্বেচ্ছাসেবা কার্যক্রম (উসেকা) হতদরিদ্র ও অসচ্ছল ব্যক্তিদের উন্নয়নে কাজ করে আসছে। প্রতিবছর হতদরিদ্র ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে থাকে। সকলয়ের উচিৎ যার যার স্থান থেকে অসহায় ব্যক্তিদের পাশে দাড়ানো।

অনুষ্ঠানে তিন শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে চাল ডাল আলু, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১