বাংলাদেশের খবর

আপডেট : ২৮ মার্চ ২০২৪

আদমদীঘিতে দুই মাদক কারবারি গ্রেপ্তার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার ও তাদের নিকট থেকে ২৪ পিস ট্যাপেন্টাডর ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, নওগাঁ সদরের সুলতানপুর (জেলেপাড়া) এলাকার নবীর সরদারের ছেলে। সে বর্তমান তার শ^শুরবাড়ি আদমদীঘির শালগ্রামে বসবাস করে এবং আদমদীঘি সদরের ডহরপুর গ্রামের মৃত কাশেমের স্ত্রী রেহেনা বেওয়া (৪০)। গত বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় আদমদীঘির আসামী রেহেনার বসতবাড়ির সামনে থেকে তাদের ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার বর্মন জানান, গত বুধবার সন্ধ্যার পর পর আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামে জনৈক রেহেনা বেওয়ার বাড়ির সামনে মাদক বেচাকেনার খবর পেয়ে সেখানে ফোর্সসহ অভিযান চালিয়ে উল্লেখিত দুই মাদক কারবারি আটক ও তাদের নিজ হেফাজত থাকা ২৪ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। পরদিন বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১