বাংলাদেশের খবর

আপডেট : ২৮ মার্চ ২০২৪

সার্বজনীন পেনশনের সহযোগিতা করায় সম্মাননা পেলেন চেয়ারম্যান কামাল হোসেন


মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা ১১ টি ইউনিয়ন নিয়ে গঠিত, এ উপজেলায় ৩নং হাসনাবাদ ইউনিয়নটি একটি গ্রামীণ জনপদ নিয়ে গঠিত এই গ্রামেই বেড়ে উঠেছেন, ইউনিয়নের জনসাধারণের নয়নের মনি বর্তমান জনপ্রতিনিধি মোঃ কামাল হোসেন।

যার সুস্পষ্ট নেতৃত্বে, ইউনিয়নের জনসাধারণের মাঝে বইছে সুখের ছায়া। সম্প্রতি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সার্বজনীন পেনশন স্কিম চালু করলে, ইউনিয়নের জনসাধারণকে সর্বোচ্চ কাউন্সেলিং করে পেনশনের আওতায় নিয়ে আসছেন মোঃ কামাল হোসেন বি.কম। গতকাল বৃহস্পতিবার

মনোহরগঞ্জে উপজেলা মিলনাতায়নে উপজেলা নির্বাহী অফিসার, উজালা রানী চাকমা এবং কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাস্টার আব্দুল করিম চৌধুরীর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন মোঃ কামাল হোসেন। এ ব্যাপারে জানতে চাইলে কামাল হোসেন আনন্দের সাথে বলেন
এ পর্যন্ত কুমিল্লা জেলার মধ্যে সর্বোচ্চ ১০১ টি।তার মধ্যে হাসনাবাদ ইউনিয়ন সর্বোচ্চ। সবার সহযোগিতা চায়, মোহাম্মদ কামাল হোসেন
সম্মাননা স্মারক প্রদান করায় উপজেলা প্রশাসনের ইউএনও মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১