বাংলাদেশের খবর

আপডেট : ২৯ মার্চ ২০২৪

সৈয়দপুরে স্বোচ্ছাসেবকলীগের ১০ টাকা কেজিতে সবজি বিক্রি


নীলফামারী প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিদেশর্না অনুযায়ী পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদাররা সুলভ মূল্যে পণ্য খরিদ করতে পারে, সেজন্য নীলফামারীর সৈয়দপুরে ১০ টাকা কেজি দরে সবজি বিক্রি করেছে স্বেচ্ছাসেবকলীগ উপজেলা ও পৌর শাখার সদস্যরা। বুধবার (২৭ মার্চ) দুপুরে শহরের পাঁচমাথা মোড় পুলিশ বক্সের সামনে স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে কর্মসূচী উদ্বোধন করা হয়।

উদ্বোধনের দিনে সূলভমূল্যে সবজি নিতে প্রচুর মানুষ জড়ো হন। এ সময় সকলকে সারিবদ্ধ করে মাত্র ১০ টাকা কেজি দরে সবজি বিক্রি করেন স্বেচ্ছাসেবকলীগের কর্মীরা। প্রতিজন ৫০ টাকায় আলু, পেঁয়াজ, করলা, বাঁধাকপি ও কাচামরিচসহ পাঁচ প্রকার সবজি নিয়ে বাড়ি ফিরছেন।

উপজেলা শহরের রিকশাচালক তরিকুল ইসলাম হাসিমুখে ব্যাগভর্তি সবজি নিয়ে বাড়ি ফিরতে দেখা যায়। তার মত  মাজেদা বেওয়া, দিন মজুর সিরাজ উদ্দিন, গৃহিনী নাসিমাসহ সবজি নিতে আসা অন্যরা জানান, দ্রব্যমূল্যের উর্দ্ধোগতির দিনে নামমাত্র মূল্যে প্রায় ৫ কেজি সবজি পাচ্ছি। এর থেকে খুশি আর কি হতে পারে। ব্যাগভর্তি সবজি নিয়ে যাচ্ছি বাসা। রমজানে যারা এই ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তাঁদের মঙ্গল করুক বলে দোয়া দিয়ে যান তারা।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে স্বেচ্ছাসেবীক লীগ জেলা শাখার সভাপতি মহসিন মন্ডল মিঠু জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনা গত বুধবার থেকে এই কর্মসূচি চালু করা হয়। নির্দেশনা অনুযায়ী রোজাদাররা যাতে সুলভ মূল্যে সবজিসহ জিনিসপত্র কিনতে পারেন সেজন্য আমাদের স্বেচ্ছাসেবকলীগের পক্ষে এই ক্ষুদ্র প্রচেষ্টা। দেশের মানুষের পাশে সব সময় স্বেচ্ছাসেবকলীগ ছিল আছে ও থাকবে।

সৈয়দপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ জানান, এই সবজি বিক্রি কর্মসূচী আগামী ৭ দিন চলবে। প্রয়োজন হলে বাকি রমজানের রোজা পর্যন্ত আমরা এভাবে সাধারণ মানুষকে সুবিধা দিয়ে যাবো ইনশাআল্লাহ।

এসময় ১০ টাকা কেজি দরে সবজি বিক্রির কাজে সহায়তা করেন, স্বেচ্ছাসেবক লীগের মুন্না, এজাজ, ছাত্রলীগের মতিন মন্ডলসহ স্বেচ্ছাসেবকলীগের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১