বাংলাদেশের খবর

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪

পলিয়ারপুর সীমান্তে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ দু,জন আটক


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

বিজিবি'র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। খবর পেয়ে পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টহলদল ছয়ঘড়িয়া নামক স্থানে অবস্থান নেয়। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে দুই ব্যক্তি মোটর সাইকেল যোগে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে তাদের গতিরোধ করে। বিজিবি টহলদল তাদের দেহ তল্লাশি করে একজনের কোমরের মধ্যে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ৪০ টি স্বর্ণের বার উদ্ধার করে। আটকৃত স্বর্ণের ওজন ৪.৬৩৩ কেজি এবং বর্তমান বাজারমুল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

আটককৃত ব্যক্তিরা হলো মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মুত মকবুল হোসেনের ছেলে জসিম উদ্দিন (৫২) এবং মৃত আকতার আলীর ছেলে হুমায়ন কবির (৪২)। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে.কর্নেল এইচ এম সালাহউদ্দিন চৌধুরী,পিএসসি, বিষয়টি নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১