বাংলাদেশের খবর

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪

চাকরি না খুঁজে নিজেদের উদ্যোক্তা হওয়ার আহবান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর 


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

চাকরি না খুঁজে তরুণদের  উদ্যোক্তা হওয়ার আহবান জানালেন  প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি এমপি। তিনি বলেন  আমরা চাই আমাদের শিক্ষার্থীরা উদ্যোক্তা হবেন, শুধু চাকুরি খুজবে না। আমরা তাদের নানা ধরনের প্রশিক্ষণ দিবো তাদের উদ্যোক্তা হতে শেখাবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও চান আমাদের ছেলে মেয়েরা উদ্যোক্তা হবে, নতুন নতুন কাজ তৈরী করবে। নিজেরা অন্য আরও দশজনকে চাকুরী দিব।বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রাণিসম্পদ দেশের গুরুত্বপূর্ণ একটি সম্পদ।প্রতিবছর এখাদ  থেকে ২০% মানুষ জিডিপিতে অবদান রাখছে।

এছাড়াও নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছে।বর্তমান সরকারের সময়ে গবেষণার মাধ্যমে কৃষি ক্ষেত্রে বিরাট সফলতা পেয়েছে।প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এ  প্রতিপাদ্য নিয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে  বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান সহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,উপজেলা সহকারী কমিশনার ভূমি আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী, স্থানীয় উদ্যোক্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।এছাড়াও অনুষ্ঠানের প্রধান অতিথি, অতিথিবৃন্দ উপজেলার শ্রীপুর সরকারি পাইলট  উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খামারি ও উদ্যোক্তাদের অংশগ্রহণে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১