বাংলাদেশের খবর

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪

গৌরনদীতে ডাকাত গ্রেপ্তার


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে প্রতারনার মামলার আসামী সাইফুল ইসলামকে (৪৩) বরিশালের গৌরনদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হাইওয়ে পুলিশের সদস্যরা ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী এলাকায় চেকপোষ্ট বসিয়ে বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাইফুল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার দিয়ারপাড়া এলাকার মাজেদ আলী প্রামানিকের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, রংপুর মেট্রোপলিটন এলাকার তাজহাট থানায় দায়েরকৃত প্রতারনা মামলার এক আসামী গৌরনদী হাইওয়ে হয়ে বরিশালের দিকে যাচ্ছে পুলিশ সুপার স্যারের এমন বার্তা প্রেরনের পর মহাসড়কে চেকপোষ্ট বসানো হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় নবীনবরন পরিবহনের একটি বাস থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়। একইদিন সন্ধ্যায় প্রতারক সাইফুলকে মামলার তদন্তকারী কর্মকর্তা তাজহাট থানার এসআই জিল্লুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এসআই জিল্লুর রহমান জানান, গত ৪ এপ্রিল রংপুরের রিয়াজ নামের আলু ব্যবসায়ী সাতক্ষিরায় এক ট্রাক আলু প্রেরনের জন্য ট্রাক ভাড়া করেন।

ট্রাকটি আলু লোড করে কিছুদুর যাওয়ার পর ব্যবসায়ীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয় ট্রাকের মালিক ও ড্রাইভার-হেলপাড়। এমনকি ব্যবসায়ির কাছে ট্রাকের যে কাগজপত্র দেওয়া ছিলো তাও ভূয়া। এঘটনায় ওই ব্যবসায়ী থানায় মামলা দায়ের করেন। বুধবার ভোলা থেকে মোক্তার হোসেন খন্দকার নামের এক আসামীকে গ্রেপ্তার করা হয় এবং অপর আসামী সাইফুলকে বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরনদী হাইওয়ে পুলিশের সদস্যরা আমাদের কাছে হস্তান্তর করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও প্রতারনার একাধিক মামলা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১